Sunday, December 21

হবিগঞ্জ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী, আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেছেন, নির্বাচিত হলে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার অবহেলিত জনগোষ্ঠী, বিশেষ করে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করেন তিনি। মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।

তিনি বলেন, “আমি আপনাদের এলাকার জামাই। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দেবেন। আমি আপনাদের ভালোবাসা নিয়েই নির্বাচনে এসেছি এবং এই ভালোবাসার মধ্যেই থাকতে চাই।”

তিনি আরও বলেন, চুনারুঘাট-মাধবপুর অঞ্চলের চা শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। তাঁদের ন্যায্য অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের উন্নয়নে তিনি অগ্রাধিকারভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি সড়ক, যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান ও মৌলিক সেবার উন্নয়ন তাঁর মূল লক্ষ্য হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করায় সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

Leave A Reply


Math Captcha
+ 51 = 55