Sunday, December 21

বাগেরহাটের চার আসনে প্রার্থী চূড়ান্ত, কয়েক আসনে পরিবর্তনের আলোচনা

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনবিষয়ক সব কার্যক্রম গুছিয়ে নিচ্ছে বিএনপি। যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলোতেও মনোনয়ন চূড়ান্ত করার কাজ এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। পাশাপাশি কয়েকটি আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন নিয়েও আলোচনা চলছে।

নির্বাচনী প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণে বিএনপি সম্প্রতি সারাদেশের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে সাত দিনের তথ্য ও প্রচার কর্মসূচি সম্পন্ন করেছে। একই সঙ্গে তিন দফায় দেশের ২৭৬টি আসনে মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মশালাও শেষ করেছে দলটি।

কর্মশালাগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে নাগরিক সেবা ডিজিটাল নেটওয়ার্কে পৌঁছে দেওয়ার বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি নির্বাচনী এলাকার কেন্দ্র ও আসনভিত্তিক ভোটার তালিকা ব্যবস্থাপনা, প্রচার কৌশল এবং ভোটের দিন করণীয় বিষয়ে প্রার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ বৈঠকগুলোতে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা, প্রচার-প্রচারণা এবং ভোটের মাঠে করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। বিশেষভাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত গুরুত্বপূর্ণ আট দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার পরামর্শ দেন দলটির শীর্ষ নেতারা। এ ছাড়া প্রতিটি প্রার্থীর কাছ থেকে ৫৫ হাজার টাকা করে মনোনয়ন ফি নেওয়া হয়েছে।

প্রার্থীদের সঙ্গে বৈঠকে তারেক রহমান বলেন,
‘ধানের শীষ প্রতীকে মনোনীত প্রত্যেককেই সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। বিজয় ছাড়া বিকল্প নেই।’

মতবিনিময় সভায় অংশ নেওয়ার জন্য প্রার্থীদের চিঠির মাধ্যমে নির্দিষ্ট তথ্য নিয়ে উপস্থিত থাকতে বলা হয়। এর মধ্যে ছিল—প্রতিটি আসনের জন্য প্রশিক্ষণ দিতে সক্ষম দুইজন এজেন্ট, একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্ণ পরিচয় ও যোগাযোগের তথ্য।

দলীয় সূত্র জানায়, ভোটের দিন কেন্দ্রভিত্তিক ব্যবস্থাপনা, এজেন্ট প্রশিক্ষণ এবং ডিজিটাল প্রচারণা আরও সুসংগঠিত করতে পরিকল্পনা নিয়েছে বিএনপি। ব্যাংক ঋণ বা আইনি জটিলতা রয়েছে—এমন প্রার্থীদের জন্য বিকল্প প্রার্থীও নির্ধারণ করা হচ্ছে, যদিও খুব সীমিত সংখ্যক আসনে এ পরিবর্তন আসতে পারে।

গত বুধবার থেকে তিন দিনব্যাপী ভার্চুয়াল ও সরাসরি বৈঠকে অংশ নেন দেশের বিভিন্ন বিভাগের মোট ৩১১ জন প্রার্থী। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য দেন তারেক রহমান।

বাগেরহাটের চার আসনে বিএনপির প্রার্থী

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা হলেন—

  • বাগেরহাট-১: কপিল কৃষ্ণ মণ্ডল
  • বাগেরহাট-২ (সদর ও কচুয়া): ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন
  • বাগেরহাট-৩ (মোংলা-রামপাল): ড. শেখ ফরিদুল ইসলাম
  • বাগেরহাট-৪: সোমনাথ দে

চারজন প্রার্থীই গুলশানে অনুষ্ঠিত প্রার্থী সভায় উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১২, ব্রাহ্মণবাড়িয়া-৪ এবং যশোরের দুটি আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বৈঠকে অংশ নিয়ে হবিগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী জিকে গউস বলেন, নির্বাচনী কৌশল, প্রচার-প্রচারণা এবং ভোটের মাঠে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 1