Saturday, December 20

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একদিন প্রকাশনা বন্ধ থাকার পর আজ শনিবার আবার প্রকাশিত হয়েছে দেশের শীর্ষ দুই দৈনিক—প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। সংবাদপত্রের ছুটি বা বিশেষ পরিস্থিতি ছাড়া এই প্রথমবারের মতো পত্রিকা দুটির প্রকাশনা একদিন বন্ধ ছিল।

৩৩ বছর পুরনো ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার একদিন বিরতির পর আজ ছাপা সংস্করণ প্রকাশ করেছে। পত্রিকাটি এক শব্দের শিরোনামে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে—“Unbowed”, যার অর্থ ‘অদমিত’ বা ‘মাথা নোয়াবার নয়’।

প্রকাশিত খবরে জানানো হয়, সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর এক নৃশংস হামলায় বৃহস্পতিবার গভীর রাতে ঢাকায় দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর প্রধান কার্যালয়ে সমন্বিতভাবে হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা অফিসে ভাঙচুর চালায়, মূল্যবান জিনিসপত্র লুট করে এবং অগ্নিসংযোগ করে।

হামলার সময় দ্য ডেইলি স্টার ভবনের ভেতরে সাংবাদিক ও কর্মচারীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন। একপর্যায়ে ২৮ জন সাংবাদিক ভবনের ছাদে আশ্রয় নিতে বাধ্য হন। কয়েক ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত দ্য ডেইলি স্টার অফিসে রাত প্রায় ১২টার দিকে হামলাকারীরা জোরপূর্বক প্রবেশ করে। এরপর তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। অফিসের আসবাবপত্র, কাচের দরজা ভেঙে ফেলা হয় এবং বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করা হয়। পাশাপাশি জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়।

হামলাকারীরা ভবনের নিচতলা ও প্রথম তলায় অগ্নিসংযোগ করে। নিচতলায় রাখা আসবাবপত্র ও খবরের কাগজের স্তূপে আগুন দেওয়া হলে তা দ্রুত দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। অপর একটি দল ভবনের সামনে রাস্তায় টেনে আনা আসবাবপত্রেও আগুন জ্বালায়।

একদিন বিরতির পর আজ প্রথম আলোও পত্রিকা প্রকাশ করেছে। আজকের প্রধান শিরোনামে পত্রিকাটি লিখেছে—“প্রথম আলো–ডেইলি স্টার আক্রান্ত”

এই ঘটনায় দেশজুড়ে সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

Leave A Reply


Math Captcha
49 + = 52