Friday, December 19

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে জানাজার সময় বেলা আড়াইটায় নির্ধারিত থাকলেও পরবর্তীতে সময় পরিবর্তন করে দুপুর ২টা নির্ধারণ করা হয়।

এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় শহিদ শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছায়। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা গেছে, একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিট) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।

Leave A Reply


Math Captcha
+ 72 = 73