Friday, December 19

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার প্রকাশ হচ্ছে না দেশের শীর্ষ দুই দৈনিক—প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। একই সঙ্গে পত্রিকা দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, রাতের আকস্মিক হামলার পর নিরাপত্তার স্বার্থে সব কর্মীকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।

এর ফলে পত্রিকা অফিসের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় শুক্রবার ছাপা পত্রিকা প্রকাশ করা সম্ভব হয়নি। পাশাপাশি অনলাইন সংস্করণও আপাতত স্থবির হয়ে পড়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে কয়েকশ’ বিক্ষুব্ধ ব্যক্তি রাজধানীর কাওরানবাজার এলাকায় অবস্থিত প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালায়। হামলাকারীরা অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে।

হামলার সময় পত্রিকা দুটির বেশ কয়েকজন সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের নিরাপদে উদ্ধার করেন।

Leave A Reply


Math Captcha
73 − = 64