Friday, December 19

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলোডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে পত্রিকা দুটির অফিসে এ হামলা শুরু হয়।

বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা। তিনি জানান, হামলাকারীদের নিবৃত করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

ওসি ক্যশৈন্যু মারমা বলেন,

“আমি ঘটনাস্থলে আছি। এখানে কয়েকশ মানুষ একত্রিত হয়ে হামলা চালিয়েছে।”

তবে হামলায় কারা অংশ নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে দেখা যায়, লাঠিসোটা হাতে একদল মানুষ পত্রিকা কার্যালয়ের ভেতরে ও বাইরে ভাঙচুর চালাচ্ছে। এ সময় কার্যালয়ের ভেতরে বেশ কয়েকজন সংবাদকর্মী আটকা পড়েছেন বলেও জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

Leave A Reply


Math Captcha
− 3 = 4