Thursday, December 18

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে মেঘনা আলম বলেন, ঢাকা-৮ আসনকে দেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়েই তিনি রাজনীতিতে এগিয়ে এসেছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার “দেশকে সিঙ্গাপুর বানানো হবে” ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন খুব কমই দেখা গেছে।

মেঘনা আলমের মতে, একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যার লালন-পালন, চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক যোগাযোগে বৈশ্বিক প্রভাব রয়েছে এবং যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য। তিনি দাবি করেন, কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত রূপান্তরের প্রতিনিধিত্ব করতেই তিনি নির্বাচনে আসছেন।

ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর ভাষায়, এতে পথ চলাচলের সময় নারীরা যেন স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন, তা নিশ্চিত করা যাবে।

এছাড়া এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার কথাও জানান মেঘনা আলম। তিনি বলেন, এর মাধ্যমে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পাবেন।

জনস্বার্থে স্বল্প ব্যয়ে পাবলিক ওয়াশরুম চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এসব ওয়াশরুমে গোসল, ব্রেস্টফিডিং এবং শিশুদের ডায়াপার পরিবর্তনের সুবিধা থাকবে। পাশাপাশি কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালু করার কথাও জানান, যাতে বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারী ও পার্কে হাঁটতে বের হওয়া মানুষ সবাই পরিচ্ছন্ন থাকার সুযোগ পান।

সবশেষে মেঘনা আলম বলেন, এমপি নির্বাচিত হলে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
66 + = 74