Friday, December 19

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, তবে জনগণই তাদের প্রতিহত করবে। তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ বারবার সংগ্রাম করেছে। যারা স্বাধীনতার চেতনার বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণ তাদের কখনোই গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা করা যাবে না।” ইতিহাসের প্রেক্ষাপট ও বাস্তবতা ভিন্ন—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। বিজয় দিবসে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave A Reply


Math Captcha
+ 85 = 93