Friday, December 19

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের করা নতুন দুই মামলায় সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তাঁর স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট হাকিম মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন।

মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, চান্দগাঁও থানায় দায়ের করা দুটি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। শুনানিকালে বর্তমানে রাজশাহী কারাগারে থাকা ছোট সাজ্জাদ এবং ফেনী কারাগারে থাকা শারমিন আক্তার তামান্না ভার্চুয়ালি আদালতে যুক্ত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের সময় চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলায় ফজলে রাব্বী নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় সাজ্জাদ ও তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পাশাপাশি নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা আরেকটি মামলাতেও তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর গ্রামে। চলতি বছরের ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ২৯ মার্চ নগরীর বাকলিয়া এলাকায় জোড়া খুনের ঘটনার পর তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও আদালত সূত্র জানায়, ছোট সাজ্জাদের বিরুদ্ধে মোট ১৯টি এবং শারমিন আক্তার তামান্নার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

Leave A Reply


Math Captcha
33 − 27 =