Friday, December 19

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো ব্যক্তিকে যেকোনো মূল্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, হামলাকারী যেখানে থাকুক না কেন, তাকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। জুমা আরও বলেন, খুনি যদি ‘জাহান্নামেও’ লুকিয়ে থাকে, সেখান থেকেও তাকে বের করে এনে আগে বিচারের জন্য দাঁড় করাতে হবে, এরপরই তার পরিণতি নির্ধারিত হবে।

ব্রিফিংয়ে আহত শরীফ ওসমান বিন হাদির দ্রুত সুস্থতা কামনা করে জুমা বলেন, তার আরোগ্যের জন্য সবাই দোয়া করছেন। তবে কোনো কারণে তিনি সুস্থ হয়ে ফিরতে না পারলেও ইনকিলাব মঞ্চ ও আন্দোলনকারী শক্তিগুলো আন্দোলন থেকে একচুলও সরে আসবে না।

তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশে যেকোনো ধরনের আধিপত্যবাদ, ফ্যাসিবাদ এবং আওয়ামী রাজনীতির বিরুদ্ধে এই লড়াই চলবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Leave A Reply


Math Captcha
9 + 1 =