Friday, December 19

গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্সটি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বেলা দেড়টার কিছু আগে ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে পৌঁছায়।

এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে অসপ্রে এভিয়েশনের গালফস্ট্রিম জি-১০০ সিরিজের একটি প্রাইভেট জেট ব্যবহার করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শরিফ ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে শরিফ ওসমান বিন হাদিকে গুরুতর আহত করা হয়।

Leave A Reply


Math Captcha
12 − 2 =