সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, আফ্রিকার সুদানের আবেই এলাকায় বাংলাদেশের শান্তিরক্ষীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই হামলায় ছয়জন শাহাদাতবরণ করেছেন এবং আরও আটজন গুরুতর আহত হয়েছেন। ঘটনা ঘটে ১৩ ডিসেম্বর, স্থানীয় সময় বিকেলে।
তিনি আরও বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ সেনাদের ওপর এই হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। হামলার তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান শহীদদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

