অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু চালু
সন্ত্রাসীদের দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় পর্যায় ‘ফেইজ-টু’ চালু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৩ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।
হাদির ওপর হামলায় উদ্বেগ ও নিন্দা
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এই হামলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে।
দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস
হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে তিনি জানান, সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনতিবিলম্বে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং এ ঘটনায় জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তারা আবেদন করলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি যেসব প্রার্থীর অস্ত্র সরকারের কাছে জমা রয়েছে, সেগুলো তাদের ফেরত দেওয়া হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। তাদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস দমনের লক্ষ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতি
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

