Saturday, December 20

দেশের সব রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ওসমান হাদির ওপর হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপর হামলা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ১০ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। হামলার ধরন দেখে বোঝা যায়, হামলাকারী একজন পেশাদার খুনি। হাদি এখন মৃত্যুশয্যায় রয়েছেন। আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন ও সুস্থতা দান করেন।’

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার অঙ্গীকারের কথা জানিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন—রাজনৈতিক বিতর্ক থাকবে। তবে সেই বিতর্ক এমন পর্যায়ে নেওয়া হবে না, যাতে ঐক্য বিনষ্ট হয়। তাদের চেতনা জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যেই নিহিত।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, যারা বাংলাদেশে নির্বাচন চায় না, গণতান্ত্রিক উত্তরণকে দেখতে চায় না এবং শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে অবস্থান করছে, তারাই এ ধরনের হামলার পেছনে জড়িত। তিনি বলেন, এই অপশক্তি দেশের ভেতরেও রয়েছে, দেশের বাইরেও রয়েছে। তবে এসব হামলা দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেকোনো মূল্যে অর্থবহ ও বিশ্বাসযোগ্য করা হবে। এমন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত হবে—এ বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনআকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি অব্যাহত রেখে আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার রয়েছে।

তিনি জানান, ‘সব রাজনৈতিক নেতৃবৃন্দ যেন নিরাপদে থাকতে পারেন, সে জন্য সরকারকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি। চট্টগ্রামে গণসংযোগের সময় বিএনপি মনোনীত প্রার্থীকে গুলি করার ঘটনার পরও যদি কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হতো, তাহলে পরবর্তী হামলার সাহস পেত না অপরাধীরা। অপরাধীরা যদি নিজেকে নিরাপদ মনে করে, তাহলে এমন ঘটনা ঘটতেই থাকবে।’

ভবিষ্যতেও এ ধরনের হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে এবং জনগণের সচেতন অংশগ্রহণ জরুরি। সম্মিলিত উদ্যোগেই এসব সহিংসতা রোধ করা সম্ভব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁর নিরাপত্তা দলটির সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হবে এবং দলীয়ভাবেও সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
+ 10 = 12