Saturday, December 20

বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি–বিধিমালা’ প্রণয়ন ও প্রকাশ না হওয়ায় সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে বন্ধ হয়ে গেছে রাজধানীর মেট্রোরেলের চলাচল।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ৩টা থেকে উত্তরা দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরা।

সূত্র জানায়, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে গেলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ আবার ফিরে আসেন। এ সময় তাঁর কার্যালয়ের আশপাশে সেনা সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ে।

চাপ সৃষ্টি করেও সমাধান না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মেট্রোরেল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত আলোচনার সমাধান খোঁজার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply


Math Captcha
35 + = 41