ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। নির্বাচনী প্রচারণার সময় বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুজন ব্যক্তি তাঁর ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় দুপুর আড়াইটার পরপরই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলমান।
শুক্রবার বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই ঘটনার নিন্দা জানান।
রাকিবুল ইসলাম রাকিব তাঁর পোস্টে লেখেন, “ওসমান হাদী গুলিবিদ্ধ। ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন সহায় হোন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানায়।”
অন্যদিকে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির লিখেছেন, “তফসিল ঘোষণার ঠিক পরের দিন স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানে ওসমান হাদীর সক্রিয় ভূমিকা ছিল এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে, হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দ্রুত তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

