আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে তিনি নিজের ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান।
এদিকে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তার ঠিক আগের দিন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। তাদের পদত্যাগের পর কোন রাজনৈতিক দলে তারা যোগ দেবেন—এ নিয়ে বিভিন্ন গুঞ্জন উঠেছিল। তবে সজীব ভূঁইয়ার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা সেই গুঞ্জনের একটি অংশের জট কিছুটা কাটাল।

