Saturday, December 20

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তফসিল ঘোষণার পর সংশোধিত আচরণবিধির প্রজ্ঞাপন জারি করা হয়।

সংশোধনী অনুযায়ী, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আগের ৫০ হাজার টাকার জরিমানার পরিবর্তে এখন সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া নতুন বিধিমালায় প্রতি সংসদীয় আসনে ইউনিয়ন, পৌরসভা ও মেট্রোপলিটন এলাকার প্রতিটি ওয়ার্ডে সর্বোচ্চ একটি করে বিলবোর্ড বা পুরো নির্বাচনী এলাকায় ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কোনো প্রার্থী জনসভা করতে চাইলে ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে—এ নির্দেশনাও যুক্ত হয়েছে। জনসভার সময় নিরাপত্তা ও চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।

এ ছাড়া একক জনসভায় কোনো প্রার্থী বা তার পক্ষ একই সময়ে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করতে পারবে না—এ বিধানও রাখা হয়েছে।

সন্ধ্যায় জাতির উদ্দেশে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২-১৮ জানুয়ারি

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত

ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

Leave A Reply


Math Captcha
50 − 49 =