Saturday, December 20

আগামী জাতীয় সংসদ নির্বাচন যতটা সহজ ভাবা হচ্ছে, বাস্তবে ততটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মানুষের দুয়ারে ছুটে গিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরতে পারলেই জনগণ দলকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বিএনপি ক্ষমতায় গেলে দলীয় সরকার গঠন করবে না।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা-কর্মী অংশ নেন।

তারেক রহমান বলেন, এক বছর আগে থেকেই তিনি সতর্ক করেছিলেন যে সামনের নির্বাচন অনেক কঠিন হবে। সাম্প্রতিক পরিস্থিতি সেই সতর্কতার প্রমাণ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ‘এখনো যদি সিরিয়াস না হই, দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। গণতন্ত্রই আমাদের বাঁচাতে পারে এবং সেই গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে পারে বিএনপির নেতা-কর্মী ও জনগণ।’

তিনি বলেন, বিএনপির বাস্তবভিত্তিক পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। স্বপ্ন দেখানো নয়, বাস্তবায়নের প্রতিশ্রুতিই দিতে হবে। নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, তাই প্রার্থী পরিবর্তন হোক বা নতুন প্রার্থী আসুক—দল ও আদর্শের প্রতি অটল থাকতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল মসজিদে গিয়ে বক্তব্য দিচ্ছে। “তারা যদি বলতে পারে, আপনি কেন পারবেন না?”—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হতে হবে। বিশেষ সুবিধা কিংবা বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। উপস্থিত ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ অন্যান্য নেতারা।

Leave A Reply


Math Captcha
− 5 = 2