Saturday, December 20

সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিটে প্রথমবার ভূমিকম্প হয়। এরপর রাত ২টা ৫৫ মিনিটে আবারও ভূকম্পন অনুভূত হয় পুরো সিলেটজুড়ে।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দুই দফা ভূমিকম্পের তথ্য তুলে ধরেন।

পলাশ জানান, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫, যা সংঘটিত হয় রাত ২টা ৫০ মিনিটে। দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় রাত ২টা ৫৫ মিনিটে, যার মাত্রা ছিল ৩ দশমিক ৩। প্রথমটির উৎপত্তি ভূমির ২০ কিলোমিটার গভীরে এবং দ্বিতীয়টির উৎপত্তি ৩০ কিলোমিটার গভীরে।

তিনি আরও জানান, ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, দুইটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলাতেই।

আজকের ভূমিকম্পগুলো নিয়ে আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তরের তথ্য পাওয়া গেলে আরও বিস্তারিত জানানো হবে বলেও গবেষক পলাশ তার পোস্টে উল্লেখ করেন।

Leave A Reply


Math Captcha
57 + = 60