Saturday, December 20

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ালেন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ বুধবার সন্ধ্যায় তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন মাহফুজ ও আসিফ। তাঁদের মধ্যে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শুরুতে প্রধান উপদেষ্টাসহ মোট ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদ ছিল। তাঁদের মধ্য থেকে এর আগে ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম পদত্যাগ করে গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন।

মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব নেন গত বছরের ২৮ আগস্ট। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ ইসলাম পদত্যাগের পর তাঁকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে গত বছরের নভেম্বরে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এ এফ হাসান আরিফকে সরানোর পর। এরপর থেকে তিনি স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া– উভয় মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন।

দুজন ছাত্র প্রতিনিধির একসঙ্গে পদত্যাগের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave A Reply


Math Captcha
11 − 7 =