Saturday, December 20

বরিশালের আগৈলঝাড়ার ফুল্লশ্রী গ্রামে টিএমএসএস এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় মাঠকর্মীর বিরুদ্ধে ঋণগ্রহীতার চিনাহাঁস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুল্লশ্রী গ্রামের মো. মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম ২০২৫ সালের শুরুতে টিএমএসএস থেকে ৬০ হাজার টাকার লোন নিয়েছিলেন। নিয়মিত কিস্তি দিতে আসা এনজিও কর্মী ফিরোজ খান হাফিজার বাড়িতে গিয়ে কিস্তি না পেয়ে তার উঠানে থাকা হাঁস-মুরগি থেকে একটি চিনাহাঁস নিয়ে যান।

ঋণগ্রহীতা হাফিজা খানম অভিযোগ করেন, তাকে না জানিয়ে হাঁসটি নিয়ে যাওয়ার ফলে দেড় হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি জানান, পরবর্তীতে কিস্তির টাকা পরিশোধ করার পরিকল্পনা ছিল।

উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত বলেন, ঋণগ্রহীতার বাড়ি থেকে কোনো জিনিসপত্র আনা বৈধ নয়। টিএমএসএস এনজিও আগৈলঝাড়া উপজেলা সমন্বয় পরিষদের আওতাভুক্ত নয়।

অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিস্তির টাকার পরিবর্তে ৮০০ টাকা মূল্য ধরে হাঁসটি আনা হয়েছে। এনজিওর ম্যানেজার মো. রাজেক ইসলাম জানান, হাঁসটি ক্রয়মূল্য হিসেবে আনা হয়েছে, তাই অপরাধ নয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস বলেন, কিস্তির টাকার পরিবর্তে হাঁস আনা অবৈধ এবং এ এনজিও উপজেলা আওতাভুক্ত নয়।

Leave A Reply


Math Captcha
4 + 5 =