Saturday, December 20

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে। আজ বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টার দিকে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

গতকাল মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির ঘরে। তবে আজ বুধবার সকাল থেকেই ঠান্ডা বেশ অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

এ ছাড়া উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে, যা শীতের অনুভূতি আরও বাড়াতে পারে।

Leave A Reply


Math Captcha
23 − 15 =