Saturday, December 20

সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে। রোজা ও পূজাকে “একই মুদ্রার এপিঠ-ওপিঠ” বলে মন্তব্য করায় এই মামলা করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশের ৯১ দশমিক ৪ শতাংশ মানুষ মুসলিম, ফলে ধর্ম ও ধর্মীয় রীতিনীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। অভিযোগে উল্লেখ করা হয়—ইসলাম ধর্মে রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করা হয়, আর অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি নির্ধারণ করে পূজা করে থাকেন। ফলে রোজা ও পূজাকে একত্রে উদাহরণ হিসেবে তুলে ধরা মুসলিমদের ধর্মীয় বিশ্বাসে আঘাত দেয় এবং দেশে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করে।

এতে আরও বলা হয়, শিশির মনির একটি ইউটিউব চ্যানেল DSN–এ দেয়া ভিডিওবার্তায় ইচ্ছাকৃতভাবে এ মন্তব্য করেন এবং তা অনলাইনে ছড়িয়ে পড়ায় মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। অভিযোগে দাবি করা হয়, তাঁর বক্তব্যে ধর্মীয় উত্তেজনা ছড়িয়েছে এবং বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave A Reply


Math Captcha
19 + = 22