হত্যায় উসকানি ও ষড়যন্ত্র মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আদালতে নতুন তথ্য
আদালত সূত্র জানায়, গত বছরের জুলাই-আগস্টে সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডে উসকানি, সহযোগিতা ও ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ আনা হয়েছে দুই আসামি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে—আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়া’সহ বিভিন্ন হত্যাকাণ্ডের পরামর্শ দেওয়ার প্রমাণও পাওয়া গেছে।
২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে পুলিশ আটক করে। পরে বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

