Saturday, December 20

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বাকশালের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। গণ-অভ্যুত্থানের ফলে জনগণ তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তিনি দেশের অস্তিত্ব ও স্বাধীনতায় কখনো বিশ্বাস করেননি এবং পার্শ্ববর্তী একটি দেশের সেবাদাস হিসেবে ক্ষমতা ধরে রেখে সেখানে সম্পদ পাচারে সহযোগিতা করেছেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানা দিল্লি হয়েছে।” তিনি বলেন, গত ১৬ বছর দেশে গণতন্ত্র ছিল না, এবার তা ফিরে এসেছে। জনগণ পরিবর্তন, ন্যায়বিচার ও শান্তি চাইছে।

তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি, প্রশাসন ও ন্যায়বিচারে সৃষ্ট বিপর্যয় পুনর্গঠন করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি জানান, জনগণ এবার তাদের অধিকার রক্ষায় সচেতন এবং নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত হবে বলে তিনি আশাবাদী।

এমপি সাবেক স্ত্রী হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
1 + 5 =