সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় আসছে। কাতার আমিরের পাঠানো নিজস্ব এয়ার অ্যাম্বুল্যান্স যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারছে না বলে জানা গেছে।
ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ গণমাধ্যমকে জানান, কাতার সরকার জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করেছে এবং সেটিই ঢাকায় আসবে। শনিবার বিকেলে এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
আজ শুক্রবারই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল। তবে বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স দেশে না পৌঁছানোয় তার যাত্রা পেছাতে হয়েছে। বিএনপি জানায়, কারিগরি ত্রুটির কারণে অ্যাম্বুল্যান্সটি শুক্রবার ঢাকায় আসছে না, সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিক্যাল বোর্ড সম্মতি দিলে রবিবার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়া হবে।
এদিকে শুক্রবার জুমার নামাজের পর খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না—সেটা চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন।”

