Saturday, December 20

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। শুক্রবার বেলা ১১টা ৫৪ মিনিটের দিকে তিনি হাসপাতালে আসেন। এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি দেশে রওনা হন।

বিমানবন্দরে ডা. জুবাইদাকে স্বাগত জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, তার বড় বোন শাহিনা খান জামান ও জামাতা অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধান নিরাপত্তা সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, শারমীন আখতার, অবসরপ্রাপ্ত মেজর মঈনুল হোসেন ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গণিউল আজম।

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স বাংলাদেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার বিষয়টি স্থগিত হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুল্যান্সটি শুক্রবার পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, “সব ঠিক থাকলে সেটা শনিবার আসতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করে তিনি রবিবার লন্ডন যেতে পারেন।”

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়াকে এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চলতি বছরের ৭ জানুয়ারি কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে। চার মাস চিকিৎসা শেষে চলতি বছরের ৫ মে তিনি দেশে ফেরেন। তখন তার সঙ্গে ছিলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

২০০৮ সালে কারামুক্ত হয়ে তারেক রহমান স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে যান। ১৭ বছর পর দেশে এসে এক মাস অবস্থান শেষে গত ৫ জুন তিনি আবার লন্ডনে ফিরে যান।

Leave A Reply


Math Captcha
35 + = 41