Saturday, December 20

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিমানবন্দরে এয়ারক্রাফটের টেকনিক্যাল ত্রুটির কারণে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা একদিন দেরি হতে পারে।

তৌহিদ হোসেন বলেন, “আমরা শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়েছি। যেহেতু তিনি একজন দণ্ডিত ব্যক্তি এবং সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু ভারত থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, এমন প্রক্রিয়ায় একদিনে বা সাতদিনে অগ্রগতি হয় না। ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, কারণ তারা কোনও রাষ্ট্র নয়। তবে এ ধরনের ঘটনা কমিয়ে আনার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি রংপুরে পৌঁছান। শুক্রবার বিভাগের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের কথা রয়েছে।
শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা ও রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।
রবিবার (৭ ডিসেম্বর) নীলফামারীর মাগুরা উচ্চ বিদ্যালয় মাঠে সভায় বক্তব্য দিয়ে বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

Leave A Reply


Math Captcha
− 3 = 3