Saturday, December 20

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রযোজ্য হবে। পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ভিভিআইপি প্রটোকল প্রযোজ্য নয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম এবং উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা গেজেট আকারে জারি করা হয়েছে।”

এছাড়া তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে উপদেষ্টা পরিষদের একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

Leave A Reply


Math Captcha
+ 10 = 14