Saturday, December 20

দীর্ঘ প্রতীক্ষা, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা ১২৫ ঘণ্টার আমরণ অনশন—সবকিছুর পর অবশেষে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে চলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একই সঙ্গে নিবন্ধন পাচ্ছে আরেক নতুন রাজনৈতিক সংগঠন ‘জনতার দল’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করলেও প্রাথমিক যাচাই–বাছাইয়ের পর মাত্র কয়েকটি দলকে চূড়ান্ত তালিকায় রাখা হয়। সেই তালিকায় ছিল না ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’। এ কারণে সব শর্ত পূরণ করেও রাজনৈতিক বিবেচনায় নিবন্ধন দেয়া হয়নি বলে অভিযোগ করেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান

নিবন্ধন বঞ্চনার প্রতিবাদে গত ৪ নভেম্বর থেকে নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেন তারেক রহমান। শীত ও শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে তিনি টানা ১২৫ ঘণ্টা অনশন চালিয়ে যান। একই সময়ে ‘জনতার দল’ও পুনর্বিবেচনার আবেদন জানিয়ে চাপ বৃদ্ধি করে।

অনশন চলাকালে তারেক রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীরা ইসির হস্তক্ষেপের দাবি জানান। পরিস্থিতি জটিল হওয়ায় ইসি তাঁকে অনশন ভেঙে আপিল করার পরামর্শ দেয়। পরে এক জরুরি বৈঠকে কয়েকটি দলের আবেদন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় ইসি।

পুনর্বিবেচনার ফলেই ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’—দুটি দল আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেতে যাচ্ছে, যা তাদের রাজনৈতিক যাত্রায় নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 1 = 3