Saturday, December 20

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব ধরনের কার্যক্রম স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছে বাংলাদেশ কংগ্রেস। বুধবার দলের মহাসচিব ও আইনজীবী মো. ইয়ারুল ইসলাম এ রিটটি দায়ের করেন।

বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারি।

রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা এবং ‘ইলেকটোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে বলা হয়, নির্বাহী বিভাগের জনবল ব্যবহার করে নির্বাচন পরিচালনা করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের মতো নির্বাচন কমিশনেরও নিজস্ব লোকবল থাকা জরুরি। সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও বাস্তবে নির্বাহী বিভাগই পরিচালনার দায়িত্ব পালন করায় নির্বাচন নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়।

আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হওয়ায় তাদের দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে জনমনে বিশ্বাস নেই। এ কারণেই ইসির নিজস্ব লোকবল থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা এবং রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত করার আহ্বান জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
73 − 64 =