Saturday, December 20

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন একটি ভিডিও তাকে আবারও সমালোচনার মুখে ফেলেছে।

মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, একটি নির্বাচনী সভায় টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা। তার সামনে চেয়ারে বসে আছেন কয়েকজন শ্রোতা।

শ্রোতারা চেয়ারে বসে থাকলেও তিনি টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সমালোচকদের মতে, এমন অবস্থান নেয়া শিষ্টাচারবিরোধী এবং একজন প্রার্থী হিসেবে আচরণবিধির সঙ্গেও এটি সাংঘর্ষিক।

Leave A Reply


Math Captcha
8 + 1 =