Saturday, December 20

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে একে একে হাসপাতালে পৌঁছান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তবে অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

Leave A Reply


Math Captcha
+ 16 = 26