স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে কারও কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা শঙ্কা নেই। সরকার দেশের প্রতিটি নাগরিককে সুরক্ষিত রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “বাংলাদেশে কারও জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সরকার সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সরকার সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছে, যাতে প্রত্যেক নাগরিক নিরাপদ পরিবেশে চলাচল ও কাজ করতে পারেন।

