Saturday, December 20

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসু ভিপি পদধারী সাদিক কায়েম কিছু ফেসবুক আইডি ও পেইজের বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন সাইবার মামলা দায়ের করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

ছাত্রদল অভিযোগ করেছে, মামলাটি অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার উদ্দেশ্যে আইনি প্রক্রিয়া অপব্যবহার করা হচ্ছে। এছাড়া, মামলাটি সাইবার সুরক্ষা আইন বা অন্য কোনো আইনের অধীনে ফৌজদারি অপরাধ হিসেবে সঠিক নয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, সাদিক কায়েম আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করুন।

ছাত্রদল আরও জানিয়েছে, ডাকসুর ভিপি পদধারী কোনো ছাত্রনেতা কর্তৃক শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার মামলা দায়ের করা ন্যাক্কারজনক ও নজিরবিহীন ঘটনা, যা ডাকসুর ভিপি পদকে কলঙ্কিত করেছে।

Leave A Reply


Math Captcha
77 + = 80