Saturday, December 20

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ ব্রিজে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে একটি বাস-ট্রাক সংঘর্ষ ঘটে। এতে ৩ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম জানান, ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।

অভিযোগে, বাসটি ঢাকা থেকে ছেড়ে এসেছিল। আহতদের উদ্ধার করে শিবচর হাইওয়ে থানা পুলিশ স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

Leave A Reply


Math Captcha
− 2 = 6