বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমার জানা মতে না।” —এমন সংক্ষিপ্ত জবাবই দেন সচিব।
তারেক রহমান নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন,
“পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”
তিনি আরও যোগ করেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তই এ বিষয়ে চূড়ান্ত হবে।

