সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে জনজীবন জবুথবু হয়ে পড়েছে। দিনের বেলাতেও ঘন কুয়াশায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
সোমবার সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজারহাট আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান,
“প্রতিদিনই কুয়াশা পড়ছে। সামনে কুয়াশা ও ঠাণ্ডা আরও বাড়বে।”

