Sunday, December 21

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৫:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। সেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার এই তথ্য জানানো হয়।

বিএনপির বিবৃতিতে বলা হয়, দায়িত্বশীলতার স্বার্থে যাচাই-বাছাই ছাড়া তার স্বাস্থ্যসংক্রান্ত কোনো তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

Leave A Reply


Math Captcha
60 + = 61