Sunday, December 21

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত ‘পোস্টাল ভোটিং’ আপডেট তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

ইসির তথ্য বলছে, নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ এবং ১১ হাজার ১৫০ জন নারী ভোটার রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধন

  • যুক্তরাষ্ট্র: ১৪,২৩৬
  • দক্ষিণ কোরিয়া: ৯,০৭৫
  • কানাডা: ৭,০৮৭
  • জাপান: ৬,৪৫২
  • অস্ট্রেলিয়া: ৬,০২৭
  • দক্ষিণ আফ্রিকা: ৪,৪৮০

প্রবাসী ভোটারদের জন্য প্রথমবারের মতো চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যজনিত ত্রুটির কারণে সৌদি আরবসহ সাতটি দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল। তবে আজ শুক্রবারের মধ্যেই এসব দেশে নিবন্ধন পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইসি।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, “সাত দেশে আজকের মধ্যে নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টা চলছে।”

Leave A Reply


Math Captcha
77 − = 75