Sunday, December 21

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় তার পক্ষে আদালতে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পান্না বলেন, “যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। ভিডিও বার্তার মাধ্যমে আমি বিষয়টি জানালাম।”

তিনি জানান, রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও এখনো সেই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। চিঠি হাতে পেলেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করবেন।

অন্যান্য মামলায় সহায়তা অব্যাহত রাখার ঘোষণা

শেখ হাসিনার মামলার দায়িত্ব না নিলেও অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান পান্না। তিনি বলেন, তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে, সেখানে তিনি তার পক্ষে লড়বেন।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি সহায়তা করবেন বলেও তিনি ভিডিও বার্তায় ঘোষণা দেন।

Leave A Reply


Math Captcha
10 + = 19