Sunday, December 21

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে হালকা এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে গাজীপুরের কালীগঞ্জে, যার গভীরতা ১০ কিলোমিটার বলে জানানো হয়েছে।

এরই মধ্যে রাজধানী ঢাকায় ভূমিকম্প নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। কারণ গত ২১ নভেম্বর থেকে পরদিন শনিবার পর্যন্ত প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার সকালে হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। সেই ভূমিকম্পে দেশে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

ক্রমাগত ভূমিকম্প পরিস্থিতি জনমনে সতর্কতা বাড়িয়ে দিয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন, হালকা মাত্রার এই ভূমিকম্পগুলো বড় ধরনের চাপমুক্তির ইঙ্গিতও হতে পারে। নিরাপত্তার স্বার্থে সবার সতর্ক থাকা এবং ভবনগুলো নিয়মিত ঝুঁকিমুক্ত কিনা তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।

Leave A Reply


Math Captcha
40 − 33 =