Sunday, December 21

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়া এবং ব্যক্তিগত ক্ষমতা ও মর্যাদা নিয়ে তার মন্তব্য ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়… যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।”

এছাড়া আরেক স্থানে তিনি বলেন, “আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না… আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি— আমার জন্য আল্লাহ আছে। আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে।”

চট্টগ্রাম জামায়াতের কয়েকজন নেতা নিশ্চিত করেছেন যে গত ১৩ নভেম্বর সাতকানিয়ার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন। তবে ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে তীব্র আলোচনা শুরু হয়।

বক্তৃতার আরও অংশে শাহজাহান চৌধুরী বলেন, “চুদুর বুদুর করিও না। লুলা হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে… ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকাপয়সা চাই নাই… আপনাদের দুয়ারে আজকে এসেছি।”

তিনি আরও দাবি করেন যে সাতকানিয়া–লোহাগাড়া এলাকায় রাজনৈতিক প্রতীক নিয়ে বিভাজন নেই এবং “একটাই মার্কা— দাঁড়িপাল্লা”

এই বিতর্কিত বক্তব্যের আগে ২২ নভেম্বর আরেকটি সমাবেশে প্রশাসনকে নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে মন্তব্য করায় তাকে শোকজ করে কেন্দ্রীয় জামায়াত।৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

Leave A Reply


Math Captcha
− 2 = 1