Sunday, December 21

জাতীয় সংসদ নির্বাচনের মতো করেই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকার। তবে গণভোটের ব্যালট পেপার হবে রঙিন কাগজে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে গণভোট অধ্যাদেশ চূড়ান্তভাবে পাস হওয়া উপলক্ষে যৌথ ব্রিফিংয়ে এ তথ্য দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ইসি সচিব আখতার আহমেদ।

ড. আসিফ নজরুল জানান, ভোটগ্রহণ, ভোটার চলাচল ও গণনা সংসদ নির্বাচনের নিয়মেই হবে। একই ভোটকেন্দ্র ও একই ভোটার তালিকা ব্যবহার করা হবে। তবে গণভোটের ব্যালট আলাদা রঙের হবে। তিনি বলেন, গণভোটের প্রশ্ন একটি থাকবে—‘হ্যাঁ’ ও ‘না’ অপশনসহ। এর নিচে জুলাই সনদের গণভোটের চারটি বিষয় উল্লেখ থাকবে।
তিনি আরও জানান, জুলাই সনদ স্বাক্ষরকারী দলগুলো ৩০টি প্রস্তাবে ঐকমত্যে পৌঁছেছে। গণভোটকে কেন্দ্র করে তিন মাসব্যাপী প্রচারণা চালাবে সরকার। সুষ্ঠু ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে পূর্ণ ক্ষমতাও দেওয়া হয়েছে।

পোস্টাল ব্যালটের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আরপিও অনুযায়ী চারটি পেশার মানুষ পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, তবে সাংবাদিকরা এই সুবিধা পাবেন না।

ইসি সচিব আখতার আহমেদ জানান, একই সময়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গণভোটের ব্যালট রঙিন কাগজে ছাপা হবে এবং দুই ভোটের গণনা একইসঙ্গে সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে। দেশে নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। প্রবাসীদের রেজিস্ট্রেশন চলছে, পরে দেশের রেজিস্ট্রেশন শুরু হবে। প্রবাসীদের কাছে সংসদ নির্বাচনের ব্যালট দুটি খামে পাঠানো হবে।

Leave A Reply


Math Captcha
52 + = 59