Sunday, December 21

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আলামিন হোসেন রায়হান (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মৃত আল-আমিন কুমিল্লার লাকসামের নগরীপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার চিলেকোঠায় থাকতেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আল-আমিনের মরদেহ ঝুলছে। উদ্ধারকাজ শেষে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে বলে জানান ওসি। তিনি আরও বলেন, আল-আমিনের প্রথম বিয়ে বিচ্ছেদে শেষ হয়, পরে তিনি পরকীয়া করে দ্বিতীয় বিয়ে করেন। এসব বিষয় নিয়ে তিনি মানসিকভাবে চাপে ছিলেন। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
8 + 2 =