Sunday, December 21

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে যেসব রাজনৈতিক দল জড়িত ছিল—তাদের দল হিসেবে বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই দাবি জানান।

তিনি বলেন, গণহত্যার বিচার হতে হবে সামগ্রিকভাবে; কোনোভাবেই একপাক্ষিক অবস্থান নেওয়া যাবে না।

আওয়ামী লীগের বিচার নিয়ে মন্তব্য

সাম্প্রতিক একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৪ সালের জুলাই অভ্যুত্থান দমন চেষ্টার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। সরকারের পক্ষ থেকেও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগের কথা জানানো হয়েছে। ইতিমধ্যে দলটির সব সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে।

এই প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন,
“শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে—আমরা দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণমিছিল করেছি। একইভাবে একাত্তরের জেনোসাইডেও তো অনেক পক্ষ দায়ী ছিল। আমরা কারও দায় এড়িয়ে যেতে দিতে পারি না।”

জামায়াত ও অন্যান্য সম্পৃক্ত পক্ষের বিচার দাবি

তিনি মনে করিয়ে দেন, আগের সরকার জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতার ফাঁসি কার্যকর করেছে, দল হিসেবে জামায়াতের বিচার নিয়েও আলোচনা চলছিল।
তার ভাষায়,
“একাত্তর সালে যেসব দল জেনোসাইডের সঙ্গে যুক্ত ছিল, আমরা তাদেরও বিচার চাই। আমরা একপাক্ষিক হতে পারব না।”

বিএনপির প্রার্থীকে ‘বংশ পরিচয়’ মন্তব্যের জবাব

বিএনপির এক প্রার্থীর মন্তব্যের সমালোচনায় তিনি বলেন:
“যাদের বংশ পরিচয়ের সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি জড়িয়ে আছে, তারা আবার আমাদের বংশ পরিচয় জিজ্ঞেস করে! আমাদের বংশ পরিচয় খুব স্পষ্ট—আমরা এমন একটি সংস্কারের বংশ চাই, যেখানে চাঁদাবাজি ও দুর্নীতির জায়গা নেই।”

মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি

দুই দিনব্যাপী মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে এনসিপি জানায়—তারা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করতে চায়।
নাসীরুদ্দীন বলেন,
“অন্য দলের মতো এখানে ‘হাজিরা দিলেই সিট কনফার্ম’—এমনটি হয়নি। নিম্ন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত—সবাই আবেদন করেছে, মতবিনিময় করেছে।”

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেন,
“ভোট দিতে গিয়ে মানুষ যেন ‘মন্দের ভালো’ না খুঁজে—বরং ভালো মানুষকে বেছে নিতে পারে।”

দলীয় গণতন্ত্র নিয়ে কড়া সমালোচনা

দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন,
“দলে পরিবারতন্ত্র রেখে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা ভণ্ডামি ছাড়া কিছুই নয়।”
তিনি আরও বলেন,
“পেশী শক্তি, টাকা বা মিডিয়া নিয়ন্ত্রণ করে ভোট নিয়ন্ত্রণের যুগ শেষ। প্রশাসন নিয়ন্ত্রণের রাজনীতিও এখন টেকে না—রাতে রাতে ডিসি বদলি হচ্ছে, এসব থেকে বেরিয়ে আসতে হবে।”

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ন্যায়বিচার ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া ভবিষ্যতের রাজনীতির ভিত্তি হওয়া উচিত—এটাই প্রতিষ্ঠা করতে চায় এনসিপি।

Leave A Reply


Math Captcha
21 − 11 =