Sunday, December 21

গাইবান্ধা প্রতিনিধি:

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর অঞ্চল কমিটির উদ্যোগে চট্রগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ নভম্বর) সন্ধ্যা সাতটায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর চারমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দারিয়াপুর অঞ্চল কমিউনিস্ট পার্টির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেদ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মিহির ঘােষ, জেলা সিপিবি’র সভাপতি মােস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ।
কমরেড মিহির ঘােষ বলেন, শেখ হাসিনার বিচারের রায় যখন লাইভ প্রচার করা হলাে অন্যদিক একই দিন চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে লীজ দেয়ার চুক্তি করা হলাে গােপনে। আমরা বুঝি না বর্তমান অন্তবর্তী ইউনুস সরকারের এজেন্ডা কি? এর জবাবদিহি সরকারকে করতে হবে।
বক্তারা অবিলম্বে সারাদেশে চলমান মব স্ত্রাস বন্ধ ও চট্টগ্রাম বদরর চুক্তি বাতিলের দাবি জানান সেইসাথে দারিয়াপুর বন্দরে অসহনীয় যানজট নিরসন কার্যকর ব্যবসা গ্রহণরেও দাবি করেন। সমাবেশ শেষে একটি বিক্ষােভ মিছিল দাড়িয়াপূর এর প্রধান সড়ক প্রদক্ষিণ কর পার্টি অফিস এসে শেষ হয়।

Leave A Reply


Math Captcha
+ 81 = 82