কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডা. ফাহমিদা আজিম কাকলী (৪৫) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
ডা. ফাহমিদা কাকলী ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লার কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি একমাত্র কন্যাসন্তানের জননী। খবরটি নিশ্চিত করেছেন তার বড়ভাই মনজুরুল আজীম পলাশ।
পরিবার জানায়, কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তার কিডনি ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে শনিবার (২২ নভেম্বর) তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর সর্বোচ্চ চিকিৎসা সত্ত্বেও রোববার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. কাকলীর মৃত্যুতে কুমিল্লার চিকিৎসাসেবা অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। সহকর্মী, রোগী ও পরিচিতদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। মানবিক চিকিৎসক হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং দরিদ্র রোগীদের বিনামূল্যে সিজার করিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। চিকিৎসার পাশাপাশি তিনি ছিলেন ‘অধুনা থিয়েটার’-এর সক্রিয় সদস্য। গান ও প্রকৃতি ছিল তার নিত্যসঙ্গী।
পরিবার জানায়, ডা. কাকলীর মরদেহ আপাতত হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার একমাত্র কন্যা তুর্না দেশে ফিরলে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।

