Sunday, December 21

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, “জামায়াতে ইসলামীর জন্য আজকের সুযোগ ভবিষ্যতে আর আসবে না।”
শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে দলের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের দুর্নীতির টাকা বাদ দিলে “পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা এবং অস্ত্র ঢুকবে।” তিনি দাবি করেন, জামায়াতের আমির যদি বেঁচে থাকতেন, তাহলে তিনি প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার কথা বলতেন। তাঁর ভাষায়, “যারা আছে প্রশাসনে—তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে।”

বক্তব্যে তিনি কেন্দ্রীয় এক নেতাকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনী এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—সবারই দাঁড়িপাল্লায় (জামায়াতের প্রতীক) সমর্থন জানাতে হবে। স্থানীয় ওসি থেকে শুরু করে টিএনও পর্যন্ত প্রশাসন—সবারই প্রার্থীর ‘প্রোটোকল’ নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

শাহজাহান চৌধুরী আরও জানান, অতীতে লোহাগাড়া ও সাতকানিয়ায় উন্নয়ন প্রকল্পে তিনি উপদেষ্টাদের মাধ্যমে “১০০ কোটি করে এবং বাস্তবায়নের জন্য ১০ কোটি করে” সহায়তা করেছেন। জনগণের চাহিদা বুঝে সংগঠনের পাশাপাশি সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “নির্বাচন শুধু সংগঠননির্ভর নয়। জনগণকে জায়গা না দিলে বিজয় কঠিন।” তিনি দাবি করেন, বিগত সরকার ‘শুধু আওয়ামী লীগের লোক নিয়ে দেশ চালাতে গিয়ে’ জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যার ফলে আওয়ামী লীগ নেতারা “পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।”

Leave A Reply


Math Captcha
20 − = 13